June 26, 2022

পিঙ্কু ত্রিপাঠী

মেরুদন্ডহীন

পাহাড় ভালোবেসে সমুদ্রে আসা মেয়েটা বলতে পারেনি চিরটাকাল কি ভীষণ জলফোবিয়া ভোগে সে...

নির্ভেজাল এক দাঙ্গা সিলিং ফ্যান আর টেবিল ফ্যানের ভেতর..
ব্লেডের গায়ে ধুলোর পর ধুলো জমে তৈরী  আস্তরণ ঢেকে দেয় পোড়া ঘায়ের বালুচর..
চিংড়ির রক্তের মতোই বর্ণহীন মেয়েটার মুখ
  আর মেরুদন্ডহীন শরীর। 

             
  বি-মুগ্ধতা
                    
কবির কলমে যে বৈচিত্র খুঁজে অনায়াসে কেটে যায় এক জীবন, তার আর প্রয়োজন পরে না নামের....
যাযাবর পাখির মতই উড়ে বেড়ায় এক দেশ থেকে অন্য দেশ,
এতো কবিতা আনন্দের, বন্ধুত্বের, ভালোবাসার !
এতো মুগ্ধতা সিঁদুরে মেঘের মতোই ভয়ঙ্কর,
ঘেঁটে যাওয়া বন্ধুত্ব হোক বা চুল অনায়াসে ছড়ায় বিশৃঙ্খলা...




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...