আপেক্ষিক
ভোরের আকাশে ধ্রুবতারা হয়ে
যে লাবন্য ছড়ালে তুমি,তাতে রাঙা হয়ে
পুলোকিত মনে সবুজে সবুজে ভরিয়ে তোলে
আমার তিন কাঠা জমি।
যে লাবন্য ছড়ালে তুমি,তাতে রাঙা হয়ে
পুলোকিত মনে সবুজে সবুজে ভরিয়ে তোলে
আমার তিন কাঠা জমি।
নৈসর্গিক সুখের সন্ধানে পায়চারি করে
শ্রাবণের ঘন কালো মেঘ ।
আমি জমির উপর দাঁড়িয়ে,খুলে দিয়ে জামা
এক পশলা বৃষ্টির অপেক্ষায়।
তির তির করে বয়ে যাবে
আমার শরীরের প্রতিটি ভাঁজে।
অবরুদ্ধ কণ্ঠে মুষ্টিবদ্ধ হাতে,ফিরে যাবো
এই কালো মেঘ থেকে বহু দূরে।
আগত কাশের সন্ধানে, নামহীন এক নদীর বুকে।
দু-কুল ছাপিয়ে তুমি হাত নেড়ে বিদায় জানালে,
ফিরে এসে তোমার আধভিজা চুলে একটা টগরের
ফুল গুঁজে দেবার অধিকারবোধ,ছুটে এসে বলে
আমায় ক্ষমা করো।
স্মৃতির তরণী বেয়ে নাড়া দেয়
দুঃখের আবরণে ভিজে যাওয়া বোধ।
দারুণ
ReplyDelete