June 26, 2022

তুষার ভট্টাচাৰ্য

 হৃদয়পুরে    

ভালবাসা যেন হলুদ দুপুরে নদীর জলে নাইতে নামা
কিশোরীর টলটলে মুখ,

মাটির উঠোনে ভোর শিশিরের জলে জেগে ওঠা আলতা পায়ের চিহ্ন ;
ভালবাসা যেন বইয়ের ভাঁজে লুকোনো গোলাপী চিঠি, ময়ুর পালক,
মধ্যরাত্তিরে কান্না জলে ভেজা বিরহী আনমনা কিশোর বালক ;

ভালবাসা যেন নিঝুম রাত্তিরে অলৌকিক জোছনায়  

বহুদূর থেকে ভেসে আসা নিশি ডাক,

হৃদয়পুরে নীরবে ঝরে পরা অশ্রুজল, মনস্তাপ l



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...