লগ্ন
লগ্নের কথা ভাবিনা আর,শুধু বলি থাকো
থাকো অনন্ত কাল
আমারই মেধায়,আমারই চেতনায়।
এই মন্ত্র বল,অযুতের নিজস্ব ছায়ায়
তারই সাধনায়
নিভৃত যাপনের গান, নিশানায় বাঁধা থাক সেই অবসর
থাকো থাকো থাকো,এই কথা বলে শুধু আমার শুদ্ধ স্বর।
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment