October 10, 2021

সব্যসাচী পণ্ডা

 পরিচর্যা

    

অদৃষ্ট মানিনা,জানি আলোর বিপ্রতীপে আঁধার...

তোমার হাতের মুদ্রাটুকু জানি

হিজিবিজি স্খলিত রেখার সম্ভার।

যে হাতের ছোঁয়ায় জেগে ওঠে 

রোদ আর কোমল সুর বাহার...


কাল রাতে বৃষ্টি হয়েছে ভীষণ 

তোমার কচুপাতায় জমেছে কি জল

তোমারই পরিচর্যায় স্বাধীন অথচ টলমল!



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...