October 10, 2021

দীপঙ্কর সরকার

 দু'টি কবিতা


তর্জমা 

তোমাকে তর্জমা দ্যায় অমল বাতাস

বিশুদ্ধ উচ্চারণে স্পষ্ট হও তুমি ।

তোমার লাবণ্যের স্বেদ ঝরে পড়ে

ঘাসের ডগায় আর তোমার হাসি

চিত্রিত হয় শিশিরে সুন্দর ।


তোমাকে বর্ণনা দ্যায় আদুল আকাশ

যে তুমি নক্ষত্র সভায় খিল খিল নেচে

ওঠো জলহীন জলের মুদ্রায অসংখ্য

রূপের মাঝে অনুরাগে সিক্ত হও নিজেকে

যতই রাখো মোহিনী আড়াল ।


ভাগ্যরেখা  

যোগাযোগের চিহ্ন মুছে একা একা যাপন লিখি
থেকে থেকে ফেরববাজ হাওয়া এসে রাঙায় চোখ
আমি তার সন্ত্রাস গোপন রাখি । অকুস্থলে যাই না
কখনও যেখানে রক্তের দাগ সে পথ মাড়াই না আর ।
সেই কবে হাত কি সাফাই খেলেছিলাম মনেও পড়ে না , স্মৃতি দুর্বল ক্রমশ । কী ফল অনুতাপে ভাগ্য ফেরে না যখন , তুকে তাকে কেন যে বিশ্বাস রাখো কী
হবে অঙ্গুরী ধারণে বলো কুষ্ঠি বিচারে ভাগ্য না ফেরে যদি , নিজেকে সঁপে দাও কোনো দৈব পাদমূলে ।








No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...