October 10, 2021

হামিদুল ইসলাম

 গাছ                                      

কচি কচি চারাগুলো ধীরে ধীরে বাড়ে

বেড়ে ওঠে গাছ 

এ জীবন ভাঙে গড়ে নির্জন সৈকত 


তোমাকে ছুঁয়ে দেখি কোমল শ্বাস 

পাতার কুটিরে নিঃস্ব এ জীবন 

নিঃস্ব রাতের পক্ষাঘাত 


মাটির প্রদীপে নেমে আসে জোনাক রাত 

মহুয়ার সুবাসে ভরা সান্ধ‍্য উঠোন 

অভিমানী সংলাপ 


একছাদ রোদ হাতে নিই 

তোমার হাতে রাখি বাসি রোদ 

আমাদের গাছে রোদ। গাছগুলো এখন বোধি লাভ করছে




 

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...