গাছ
কচি কচি চারাগুলো ধীরে ধীরে বাড়ে
বেড়ে ওঠে গাছ
এ জীবন ভাঙে গড়ে নির্জন সৈকত
তোমাকে ছুঁয়ে দেখি কোমল শ্বাস
পাতার কুটিরে নিঃস্ব এ জীবন
নিঃস্ব রাতের পক্ষাঘাত
মাটির প্রদীপে নেমে আসে জোনাক রাত
মহুয়ার সুবাসে ভরা সান্ধ্য উঠোন
অভিমানী সংলাপ
একছাদ রোদ হাতে নিই
তোমার হাতে রাখি বাসি রোদ
আমাদের গাছে রোদ। গাছগুলো এখন বোধি লাভ করছে
No comments:
Post a Comment