October 10, 2021

তুষার ভট্টাচার্য

 রোদ্দুরের জামা পড়ে 


দু'চোখে দুঃখ মেখেছো এত অশ্রুর

হিম কুয়াশায় ঢেকে গেছে

তোমার হৃদয়পুরের নিভৃত ঘরবাড়ি ;

একবার শুধু একবার

যদি ইশারায় ডাকো তবে আমি

নবীন কিশোরের মতোন

ঝিলমিল রোদ্দুরের জামা পড়ে

দুরন্ত পায়ে তোমার কাছে 

ছুটে যেতে পারি। 



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...