June 26, 2022

মীরা মুখোপাধ্যায়

 নদীর পাড়ে বাড়ি 


মৃত্যু নামের একটি নদীর পাড় ঘেঁষে 

বাড়ি বানিয়েছি আমরা।

এবেলা ওবেলা সে নদীর পাড় ভাঙে, 

ঝুপ করে তলিয়ে যায় রঙিন নির্মাণ,

অ্যাকোরিয়ামের গোল্ডফিশ অম্লজান 

প্রবেশ পথের ঘুলঘুলি বেয়ে নদীতে হারিয়ে যায়,

মৃত্যু নামের নদী....

ব্যালকনি থেকে আমরা তাকিয়ে তাকিয়ে দেখি

সে নদীতে মন্দ মন্দ হাওয়া দেয়, ঢেউ ওঠে...

মজা একটাই, যার পাড় ভাঙে সে দেখতে পায় না




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...