আধঘন্টা নারীর আলস্যে
“যে সব খবর নিয়ে সেবকেরা উৎসাহে অধীর,
আধঘন্টা নারীর আলস্যে তার ঢের বেশি পাবে” – বুদ্ধদেব বসু
আধঘন্টার আলাপ, আলস্য বোধহয়, কিন্তু সেই কফিছাপ,
খুঁটিয়ে দেখা চড়ুইশিল্প, শার্টের হাতায় লেগে থাকে দাগ
কৌতূহলী চোখের জন্যে। দুজনে কথাটার মাঝখানে যে ফাঁক,
সেই স্পেসে এখনও ডানা মেলেনি যশ বা অমরত্ব,
টানলে বাড়ে সেই ফেব্রিক। শূন্যতার বিশেষ উপাদানই
এই। আমি একবার আঙুল তুলে দেখিয়েছিলাম উড়ে যাওয়া
পাখি, তার সঙ্কোচ, মুখটা একটু খোলা খিদেতে –
এনট্রপি জিতে যায় শেষে আমাদের আধ ঘন্টায়, বিরহও,
ঠোঙা ফেঁসে বাদাম গড়িয়ে পড়ে, চানাচুর,
দ্রুত গড়ায় তারা ঢালুতে তরল, কিন্তু থেমে গেলেই জমাট
বা সান্দ্র, মুখে বিদেশি ট্যুরিস্টের বোকা বোকা হাসি।
সত্যিই কি তুমি আমাকে কুড়িয়ে গার্বেজে ফেলে দেবে?
No comments:
Post a Comment