June 26, 2022

তৈমুর খান

 দুটি কবিতা 


১.
নিজেকে দেখেছি এবার 



অসুখ থেকে উঠে দাঁড়াচ্ছি দ্রুত মোটরগুলি চলে যাচ্ছে পতাকা নেই আমার
হে মানুষ, পতাকা নেই !

ঘৃণার জলে ভিজতে ভিজতে একটাও চালা নেই
সাইকেল নির্ভর জীবন
খণ্ডেৎ ত বিহীন বলে
উৎসব এল না আর



দূরের নকশা দেখে দেখে
কত পদ্ম ফুটল
চৈতন্য জাগল কলরবে
হাওয়ায় উড়ল সিংহাসন



একটা ভ্রমরের পেছনে পেছনে মধু সংগ্রহের উড়ান শুধু আর কিছু নয় 



সংশয়


সংশয় একজন বালক বলে
ওকেও মাঝে মাঝে ভিরু মনে হয় 


ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়িটি ছুটছে

ব্রিজও ছুটছে নাতো ?


আমরা ঝুলে আছি অনন্ত গভীরে

এখানে ভাঙা আকাশের টুকরো আর নিসর্গের নাভি স্বয়ংক্রিয় মায়াবীনিশীথ পড়ে আছে 



যেতে যেতে ভাবনারা নড়ে উঠছে 

ক্রমশ যেতে যেতে কেঁপে উঠছে আলো 

সংশয় কিছুই বোঝে না ——


 ঝুলন্ত মহুল বনেও নিশ্চুপ কোকিল 

টুপটাপ ঝরছে তার শৈল্পিক হৃদয়...




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...