May 30, 2021

তুলসীদাস ভট্টাচার্য

 আলিঙ্গন 

এভাবে কোনদিন মৃত্যুকে   
আলিঙ্গন করতে দেখিনি 

এ এক দীর্ঘ মৃত্যু সফর 
এক অসহায় আত্মজীবনী

শুকিয়ে যাওয়া টবের মাটি
একটু মমতা চায়

অনামিকার ছোঁয়ায় আবার
পাতারা সবুজ ফিরে পাক।

ফুলের গন্ধে মৌমাছির গুনগুনে
সচল হোক রক্ত প্রবাহ ।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...