May 30, 2021

সব্যসাচী পণ্ডা

 ফেরা 

   

চলো এইবার দস্যুতার গল্প লিখে ফেলি

ইঁট পাথরের ইমারতে।

প্রতিটি ইমারতের পচন আর ক্ষত থেকে

হাইড্রেনের ময়লা মাখা জল থেকে দাঁড়াই কিছু দূরে।

চলো এইবার তুলে ফেলি গাছের গায়ের সমস্ত পেরেক

আমাদের ভেতরে রয়েছে যে ছোট্ট কড়ে আঙুল 

চলো তাকে সযত্নে বাঁচাই আবার।


এই তো সময়,

চলো এইবার সব ছেড়ে ছুড়ে পুনরায় গ্রাম দেশে ফিরে যাই।




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...