ফেরা
চলো এইবার দস্যুতার গল্প লিখে ফেলি
ইঁট পাথরের ইমারতে।
প্রতিটি ইমারতের পচন আর ক্ষত থেকে
হাইড্রেনের ময়লা মাখা জল থেকে দাঁড়াই কিছু দূরে।
চলো এইবার তুলে ফেলি গাছের গায়ের সমস্ত পেরেক
আমাদের ভেতরে রয়েছে যে ছোট্ট কড়ে আঙুল
চলো তাকে সযত্নে বাঁচাই আবার।
এই তো সময়,
চলো এইবার সব ছেড়ে ছুড়ে পুনরায় গ্রাম দেশে ফিরে যাই।
No comments:
Post a Comment