February 28, 2021

তুলসীদাস ভট্টাচার্য

 মায়াশরীর 


মায়াশরীরের কোটরে পচগলা ভ্রুণ

এখন আর কবিতা লিখি না

ঘুম পাড়ানোর জন্য এখন আর কেউ
চাঁদের কথা বলে না 

শুকিয়ে যাওয়া নদীর স্রোতচিহ্ন বুকে নিয়ে 
সনেট থেকে দূরে ক্ষয়ে যাওয়া শরীরে
ভেসে ওঠে আধপোড়া পৃথিবী।




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...