দরোজার কাছে৷
উড়ে উড়ে আসি,দূরান্তর-সাইবেরিয়ান পাখিদল,ভীড় জমায়
সোনাদিয়া দ্বীপ
উষ্ণতা সন্ধান
আর এখানে হিম হয়ে আছে বুক
কবে খুলে যাবে দোর,কাতর আগল বুক৷
গতিরোধকসব দাঁড়িয়ে আছে প্রবল বিরক্তির কাছে
আর ত্রি যানটি প্রতিবন্ধকতার কবলে তাড়া করে ফেরে মাইলের পর মাইল,চোখ জুড়ে আসে সংশয়ে বহুবার
কবে সময় হবে ফেরার,দরোজায়-
যে ই খুলে যাবে দোর,কাশবন নিয়ে দাঁড়িয়ে আছে কেউ
অথবা চাঁদশোভায় সয়লাব এই যে ঘর
কিংবা বহুকাল ছটফট শান্ত কপোতি এক
ডানার সবকটা পালক মেলে ঢেলে দেবে সঞ্চিত উম৷
আমার যেনো আশ্রয় নেই কোথাও,নেই বিশ্রাম
চোখের পরে সমস্ত দরোজাটি নিয়ে দাঁড়িয়ে আছে সে কে?
চড়াই উতরায় পেরিয়ে যে অভিষ্টতা
হর্ষ ধ্বণী হয়ে তার নূপুর ঝংকার -তোড়জোড় লেগে গেছে ফেরার সে গন্তব্যে৷
No comments:
Post a Comment