অন্ধ
আমি অন্ধ নই-
তবু অন্ধের মত ভালবাসি তোমাকে,
বয়স্ক রাতে ভিআইপি রোডে ছুটে যাওয়া
গাড়ির মতই উদ্দাম দুর্নিবার।
দেখ,ঝকঝকে পরিষ্কার চোখেও-
তোমার ভালবাসায় আমি অন্ধ।
ভাষা
বহুদিন বেড়ালের মত মিউ মিউ করে
দুধ মাছ খেয়েছি- কিংবা
প্রভুর পাহারায় ঘেউ ঘেউ শব্দে কেটে গেছে রাত- ভুলে গেছি নিজের ভাষা,
অন্ততঃ একবার আমাকে
মানুষের ভাষায় কথা বলতে দাও।
No comments:
Post a Comment