February 28, 2021

সমাজ বসু

 অন্ধ

আমি অন্ধ নই-
তবু অন্ধের মত ভালবাসি তোমাকে,
বয়স্ক রাতে ভিআইপি রোডে ছুটে যাওয়া
গাড়ির মতই উদ্দাম দুর্নিবার।

দেখ,ঝকঝকে পরিষ্কার চোখেও-
তোমার ভালবাসায় আমি অন্ধ।

 ভাষা

বহুদিন বেড়ালের মত মিউ মিউ করে
দুধ মাছ খেয়েছি- কিংবা
প্রভুর পাহারায় ঘেউ ঘেউ শব্দে কেটে গেছে রাত- ভুলে গেছি নিজের ভাষা,
অন্ততঃ একবার আমাকে
মানুষের ভাষায় কথা বলতে দাও।









No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...