কিংকর্তব্যবিমুঢ়
আমি এবং হতাশা মুখোমুখি বসে
একাকী, জানালার বাইরে দেখি জ্বলে
নিয়ন লাইট রাস্তা জুড়ে ছায়া ছায়া
অবয়ব সিলুয়েট ভূতেদের মত
শনিবার রাত্রে কারো ছাদে পার্টি চলছে
মিউজিকের তালে নাচছে আলোগুলো
আমিও সুর মেলাতে চাইছি তখন
যদিও কিংকর্তব্যবিমুঢ়...
একাকী, জানালার বাইরে দেখি জ্বলে
নিয়ন লাইট রাস্তা জুড়ে ছায়া ছায়া
অবয়ব সিলুয়েট ভূতেদের মত
শনিবার রাত্রে কারো ছাদে পার্টি চলছে
মিউজিকের তালে নাচছে আলোগুলো
আমিও সুর মেলাতে চাইছি তখন
যদিও কিংকর্তব্যবিমুঢ়...
অথচ সংগ্রাম
এখানে সামুদ্রিক ঢেউ
আসে আগামীর দুশ্চিন্তা নিয়ে
বিপন্ন সময়ের ইস্তেহারে
স্বাক্ষর করি আমি
অভাগার সাগরে লবণের মাত্রা
বাড়ে উত্তরোত্তর
সংগ্রাম সংগ্রাম
এখনো যুদ্ধের ডঙ্কা বাজছে
তীক্ষ্ণ তলোয়ার হাতে
ছুটে আসছে
আমারই অতীত
আমিও শূন্য হাতে
চলেছি ভবিষ্যত...
No comments:
Post a Comment