February 28, 2021

দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী

 দেখা

দেখা হয়ে যায় হঠাৎ এক পড়ন্ত বিকেলে
গোধূলির সন্দেহি রঙ মেখে সঙ সেজেছিলো
বিকেলের বাদামওলা
দেবদারুর ডগায় শেষপাতের রোদ
পাখির ডানায় ক্লান্ত বাতাস 

শুধু বর্ণনা দিতে গিয়ে হারিয়ে ফেলছি মুহুর্ত 
দেখা হওয়ার পরও 
খসে যাওয়া শুকনো দিনের মসমস শব্দ
আমার সারা শরীর পেচিয়ে শীতল সাপ... 






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...