দেখা
দেখা হয়ে যায় হঠাৎ এক পড়ন্ত বিকেলে
গোধূলির সন্দেহি রঙ মেখে সঙ সেজেছিলো
বিকেলের বাদামওলা
দেবদারুর ডগায় শেষপাতের রোদ
পাখির ডানায় ক্লান্ত বাতাস
শুধু বর্ণনা দিতে গিয়ে হারিয়ে ফেলছি মুহুর্ত
দেখা হওয়ার পরও
খসে যাওয়া শুকনো দিনের মসমস শব্দ
আমার সারা শরীর পেচিয়ে শীতল সাপ...
No comments:
Post a Comment