February 28, 2021

ইন্দ্রাণী পাল

 শীত

বাতাস বইছে। আমাদের দেখাশোনা হল।

অন্ধকার ঢেকে ফেলছে
আমাদের বুক ও চিবুক

আলপথ ধরে কে যেন ছুটে চলেছে!
সে আমার হাত ছোঁয়
নদীধারে মেঘ ঝুঁকে আসে।

ওপারে সূর্যাস্ত লাল, শীত করে খুব।





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...