February 28, 2021

ঐন্দ্রিলা মুখার্জী

আলোছায়ার মিউজ়িকাল চেয়ার-ঘুলঘুলিদের মন,
রাস্তার বুকে গ্ৰামোফোন পাতে বসন্তপাতা-রঙ্গন।
গোলাপী চিঠির বয়সে দশক,পোকায় কাটে অভিমান।
স্ট্রিটলাইট তো অনেক হলো,একটু না হয় বাজুক ট্রাম।
টুকরো টুকরো আকুলিবিকুলি আর তৈলচিত্রের পাতা,
চশমার কাঁচ শানিয়ে তোলে প্রেমিকচোখের পাল্টাহাওয়া।
রাত গোনেনি ফ্লোরেন্সের ঢেউ,সুদ কষেনি দেওয়াল লিখন।
রক্ত-নদী আজ‌ও জানে কোথায় আছে আতর-স্লোগান।
চোখ যেন তার কাঁচের কুয়ো,বোতাম খোলা বুমেরাঙ।
কালবোশেখির তারিখ এলে অদ্বিতীয় মল্লার রাগ।
অভিসারের সাত-সতেরো-পাঁচ-একশোর মেহেন্দী আঁকতে শেখেনি কেউ।
তবু কী বিক্রি হয়নি লাখখানেক সবুজ?ওরা নাকি বসন্তের ফেউ।
একদল যৌবন নাকি মগধে ফিরেছিল,চন্দন-আবীরের আশায়।
মদনোৎসব তো আজ জীবাশ্ম।বসন্ত শুধুই মন্দিরা বাজায়।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...