বৈরাগ্য
রোদ রং মুছে নেওয়া বিকেল এখন সব জৌলুস
গেছে চুরি , অন্ধকার নামল বলে দ্বিতীয়ার চাঁদ
ফুটতে এখনো কিছু বাকি -- এই ফাঁকে নিজেকে
সাজাও বহুরূপী । অনর্গল কথা বলো হরবোলা
তুমি , শাকান্নভোজী একাহারী অহঙ্ বলতে কিছু
নেই , একবিন্দু ক্রোধও থাকে না ঝুলিতে তোমার ।
এমন ভিখারি বহুকাল দ্যাখেনি পৃথিবী -- সব রং
মুছে নেওয়া বিকেলই জানে তোমার যা কিছু
নির্লোভতা -- সবটুকুই কৃষ্ণ চতুরালি ।
হাওয়া
যা যা ঘটবার ঘটে গেছে
রটনা পঙ্ক্তির মতো উড়ে গেছে হাওয়া ।
হাওয়ারা মেধাবী বড় , সহজেই বুঝে নিতে
পারে মানব যাতনা । ফুলেদের দুঃখ কষ্ট
সেও বোঝে , নদীর অন্যমনস্কতা মেঘেদের
খুনসুটি সবই তার জানা । রৌদ্র- ছায়ার
লুকোচুরি কানামাছি খেলা কোনোটাই
অজানা নয় স্তব্ধ দুপুরের গন্ধ মেখে রটনা
পঙ্ক্তির মতো তাই তার উড়ে যাওয়া ।
No comments:
Post a Comment