অক্ষর জোয়ার
অনু-স্বর আজ উনো জমির খড়কুটো।অঙ্গের গহনে মরে অক্ষর জোয়ার বিস্ফারিত চাঁদ,ঠোঁটে ধরে জ্যোৎস্না তার, উড়ে যায় যেকোনো বুকে !
নুয়ে পড়া বাতাস বার বার তাকে ডাকে !পথের ঢালে বসতে বলে কাছে
মিয়নো হেসে,অপরিসীম ক্লান্তিতে ডুবে যেতে হয় অথচ আমাকে ...
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment