আত্মপ্রেম
আজ আর বিশেষ কিছুই
বলতে পারি না ।
শুধু চেয়ে থাকি অমলীন চোখে।
কি নির্মেদ স্নেহে
অন্ধকারকে গ্রাস করেছ,
অন্তর আত্মাকে ছিনিয়ে এনেছ পিশাচ পুরী থেকে।
এখন
দুজন দুজনকে দেখলেই চিনতে পারি।
তুমি খানিক বেশি ই পারো।
আর আমি দেখি
আমার মধ্যেকার তুমি কে।
No comments:
Post a Comment