February 28, 2021

সুচেতা মন্ডল

আত্মপ্রেম            


আজ আর বিশেষ কিছুই
 বলতে পারি না ।
শুধু চেয়ে থাকি অমলীন চোখে।
কি নির্মেদ স্নেহে 
অন্ধকারকে  গ্রাস করেছ,
অন্তর আত্মাকে ছিনিয়ে এনেছ পিশাচ পুরী থেকে।


এখন
দুজন দুজনকে দেখলেই চিনতে পারি।
তুমি খানিক বেশি ই পারো।
             আর আমি দেখি 
              আমার মধ্যেকার তুমি কে।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...