February 28, 2021

শ্রীমন্ত সেন

 সময়-মিতাক্ষরা

পথ কেনাবেচা সেরে ঘরে ফেরে
দিনান্তের পরিশ্রান্ত আলো,
হাতের আঁকের মত নিরুদ্বিগ্ন মন
জল-কিৎ-কিৎ খেলে
জলের বিস্তারে
 
কিছু শাশ্বত মুহূর্ত সোজাসুজি ছুঁড়ে দেয়
আখর-কথার ক্যানভাস
ভেঙে যায় অকারণ কিছু কানাকানি
বসে থাকা মৌন রঙ
পা বাড়ায় গন্তব্য-উদ্দেশে
আটপৌরে ব্যথাগুলি
চুপ-চাপ পড়ে থাকে অলস মুখোশ প’রে
 
শুধু বাঙ্ময় সময় ভেঙে ভেঙে খায়
নীরব প্রলাপ যত  

 

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...