February 28, 2021

সুনন্দ মন্ডল

আলো           ‎ 

রাত হলেই গভীরতা বাড়ে অন্ধকারের
ছুটে যায় অনমনীয় টানে।

সূর্যের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যেন
কিছুটা সময় ধার করে ফিরেছে
আকাশের কোণে কোণে।

পথ ও প্রাসাদ
চেয়ে আছে কোনো এক সংকেতে!
জীবনের অর্ধেক সেদ্ধ-পোড়া।

তবুও দূর হয় আঁধারের ক্লান্তি
বেঁচে ওঠে আগামী তারিখ।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...