ফুঁ
জায়মান বলে নেই কিছু
চলে গেছে দীর্ঘ সময় ছায়াময় কাল
চলমান নীরবতায় লেগে আছে কোমল বাতাস।
দিনগুলি এমনি এমনি চলে গেল
একবার শুধুমাত্র নিঃশর্ত ক্ষমায় চোখ তুলে চাও
চলে গেছে দীর্ঘ সময় ছায়াময় কাল
চলমান নীরবতায় লেগে আছে কোমল বাতাস।
দিনগুলি এমনি এমনি চলে গেল
একবার শুধুমাত্র নিঃশর্ত ক্ষমায় চোখ তুলে চাও
তারপর সব অভিমান ভুলে
এসো বসন্ত বাতাস হয়ে...অন্তরে ফুঁ দাও।
No comments:
Post a Comment