February 28, 2021

সব্যসাচী পণ্ডা

 ফুঁ

জায়মান বলে নেই কিছু
চলে গেছে দীর্ঘ সময় ছায়াময় কাল
চলমান নীরবতায় লেগে আছে কোমল বাতাস।
দিনগুলি এমনি এমনি চলে গেল 
একবার শুধুমাত্র নিঃশর্ত ক্ষমায় চোখ তুলে চাও 

তারপর সব অভিমান ভুলে
এসো বসন্ত বাতাস হয়ে...অন্তরে ফুঁ দাও।




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...