February 28, 2021

সাত্যকি

 কাগজের জাহাজ 


ইচ্ছেরা যখন ডানা মেলতে পারছে না 

এক ঘর স্তূপের মধ্যে মুখ গুঁজে চেয়ারে, এক কোণে  

ক্রমশ ক্ষীণ জমানো উৎসাহের প্রবাহ 


ঠিক এখনই আকাশের মেঘ সরাই দুহাতে 

প্লেন ডাকি,তাদের ডানায় পাঠিয়ে দিই  

দেখতে দেখতে মেঘের ভাঁজে হারিয়ে যায়

 

একটা মেঘ... দুটো মেঘ... 

চোখ ফেলে দাঁড়িয়ে থাকি... 

 

খানিক পরেই মেঘের শরীর ধুয়ে আবির খেলা

মেঘের শরীর ছুঁয়ে ছুঁয়ে ঘরের এই বারান্দায় 

আমার এই বিস্তৃণ হাতের অংশ জুড়ে...  





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...