বিশ্রাম
অনেক বিপ্লবের দিন কেটে গেলে
আমরা নিরিবিলি খুঁজতে বেরিয়েছি
অনেক মৃত যুগ পার হয়ে
একটি ধূসর যুগে আজ
এখানে চিৎকারগুলি পড়ে আছে
হাওয়া আজও ক্রন্দনধ্বনি বয়ে আনে
রক্তঘ্রাণে মৃতদেহগুলি হাঁটে
আমরা ছায়া খুঁজি
অনেক নীরব ছায়ার কাছে
পাখিদের পাঠশালা, নদীর দোকানে
আর অরণ্যের সবুজের কাছে
আমরা কিনতে চেয়েছি বিশ্রাম
বিশ্রাম পাওয়া যায় ?
বিশ্বাসী নূপুর বেজে উঠুক তবে
কাছে এসে হাত ধরে বসুক
আমরা অপেক্ষায় আছি…
No comments:
Post a Comment