February 28, 2021

তৈমুর খান

 বিশ্রাম 

অনেক বিপ্লবের দিন কেটে গেলে 

আমরা নিরিবিলি খুঁজতে বেরিয়েছি 

অনেক মৃত যুগ পার হয়ে 

একটি ধূসর যুগে আজ 


এখানে চিৎকারগুলি পড়ে আছে 

হাওয়া আজও ক্রন্দনধ্বনি বয়ে আনে 

রক্তঘ্রাণে মৃতদেহগুলি হাঁটে 

আমরা ছায়া খুঁজি 

অনেক নীরব ছায়ার কাছে 


পাখিদের পাঠশালা, নদীর দোকানে 

আর অরণ্যের সবুজের কাছে 

আমরা কিনতে চেয়েছি বিশ্রাম 


বিশ্রাম পাওয়া যায় ? 


বিশ্বাসী নূপুর বেজে উঠুক তবে 

কাছে এসে হাত ধরে বসুক 

আমরা অপেক্ষায় আছি… 









No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...