February 28, 2021

গোলাম রসুল

 নৌ অভিযান

সন্ধ্যায় শীতের চাঁদ মনে করিয়ে দিলো আমাদের সেই নৌ অভিযানের কথা
আর  প্রথম থেকে এই অবধি আমরা কিভাবে ভাসছি

দুঃখকে  লুকিয়ে রাখার জন্য তুমি যে পাহাড় দেখিয়ে দিয়েছিলে আমি সেভাবেই আছি
সামান্য একটা গোড়ালির মতো

এখন রাতের তারারা আমাদের নিয়ে যাবে সেই বিশ্বাসের দিকে
আবার ফিরিয়ে দেবে স্বপ্নের মধ্যে
ঠিক যেভাবে আমরা খুঁজে পেয়েছিলাম জীবন

আমরা অদৃশ্য হয়ে যাবো সেই সব ভালোবাসাগুলোর মতো যেগুলো বানিয়েছিলাম উপাদানহীন

একটা দিন
ছোট্ট একটি মৃত্যু অন্তহীন

খোলা আকাশ আর পাহাড়
জলে ঘেরা অট্টালিকা




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...