September 06, 2020

তুলসীদাস ভট্টাচার্য

 সদর দরজা 


একটা হেলে সাপ বিড়ি ফুঁকতে ফুঁকতে 

জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ে 

আর জলধোড়া পচা পাঁকে মাথা ঢুকিয়ে জল খোঁজে

মজে যাওয়া হেলেঞ্চাভর্তি পুকুরে জলচিতি 

বিষ ঢেলে পেরিয়ে যায় হাইওয়ে 


অ্যান্টিবায়োটিকে দুর্বল শরীরগুলো 

বিড়্ বিড়্ করতে করতে ছায়া খোঁজে 

কাশতে কাশতে অতিক্রম করে 

সংক্রামিত ফুসফুসের সদর দরজা ।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...