সদর দরজা
একটা হেলে সাপ বিড়ি ফুঁকতে ফুঁকতে
জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ে
আর জলধোড়া পচা পাঁকে মাথা ঢুকিয়ে জল খোঁজে
মজে যাওয়া হেলেঞ্চাভর্তি পুকুরে জলচিতি
বিষ ঢেলে পেরিয়ে যায় হাইওয়ে
অ্যান্টিবায়োটিকে দুর্বল শরীরগুলো
বিড়্ বিড়্ করতে করতে ছায়া খোঁজে
কাশতে কাশতে অতিক্রম করে
সংক্রামিত ফুসফুসের সদর দরজা ।
No comments:
Post a Comment