মা মাটি মানুষ
(১)
মাটি থেকে জন্ম নিই
মাটি আমার মা
মা আমার মানুষই বটে
নয় মাটির প্রতিমা
(২)
মাটির কথা বলতে গেলে
মা এসে যায় আগে
মাটির বুকে গাছেরই ভ্রুন
মাতৃস্বত্বা জাগে
(৩)
মাটি দিয়ে মূর্তি বানাই
হৃদয় দিয়ে প্রাণ
মাটির বুকে জলের ধারা
মানুষই ভগবান
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment