September 06, 2020

সুব্রত চক্রবর্তী

 যে পথ আমার


ওই পথটা   আমার আবাহন 

এই পথটা   তোমায় দিচ্ছি আমি। 

ওই পথটা   ধুলায় ধুলায় ধূসর

এই পথটা   সুখের অন্তর্যামী। 

ওই পথটা   অকুস্থলের নদী 

এই পথটা ‌‌‌  চন্দ্রমুখী আলো।

ওই পথটা   নষ্ট গাঁয়ের বধূ 

এই পথটা   সহজ সরল ভালো।

ওই পথটা   কালো বিড়াল কাটে 

এই পথটা   শান্তিজলে স্নান।

ওই পথটা   পাপ ও নরক চেনে 

এই পথটা   চেনা স্বর্গধাম।

ওই পথটা   পায়ের প্রথম ছাপ 

এই পথটা   কলম্বাসের দাস।

ওই পথটা   ঝড় ঝাপটা বুকে

এই পথটা   কুশল ঘরে বাস।

ওই পথটা   আমারই থাক ভাঙন নদীর দেশ

এই পথটা  বাঁকের অভাব শুরুর আগেই শেষ।


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...