আবার সেই দিনের শেষে
বেশ বেহায়া একলা বিকেল ।
বিকেল কেন - রাতেও পারিস
একলা পাতা গণিত খাতায়
পারলে দুটো মিথ্যে দিস ।।
জানি তুই দিব্যি আছিস ।
দিব্যি ভাবিস - দিব্যি হাসিস
দুষ্টু হাসির কিপটেমি তে -
চোখ থেকে মন পুড়িয়ে দিস ।।
তবুও কি সব পোড়ে হায় ।
দিব্যি কাঁদায় - দিব্যি ভাবায়
সাবেক দিনের ভাবনাগুলোর
মেঘ দেখলেই পেখম গজায় ।।
শুধুই কি আর পেখম গজায় ।
উড়তে শেখায় - ঝাপট ডানায়
একটু আধটু ভেজার নেশায়
যোগফল বাড়ে ঋণের খাতায় ।।
তবে সবটাই কি কেবল যোগ ।
আছে ভোগ - আছে বিয়োগ
হাতের এক জুড়তে গিয়ে
দু ঘর বাড়ে ভোলার রোগ ।।
দুই ও কবে তিন হয়ে যায় ।
চলতে শেখায় - বলতে বলায়
আবার সেই দিনের শেষে
বিকেলে এলে তোকেই ভাবায় ।।
No comments:
Post a Comment