September 06, 2020

পার্থ সারথি গোস্বামী

 আবার সেই দিনের শেষে


বেশ বেহায়া একলা বিকেল ।

বিকেল কেন - রাতেও পারিস

একলা পাতা গণিত খাতায়

পারলে দুটো মিথ্যে দিস ।।


জানি তুই দিব্যি আছিস ।

দিব্যি ভাবিস - দিব্যি হাসিস

দুষ্টু হাসির কিপটেমি তে -

চোখ থেকে মন পুড়িয়ে দিস ।।


তবুও কি সব পোড়ে হায় ।

দিব্যি কাঁদায় - দিব্যি ভাবায়

সাবেক দিনের ভাবনাগুলোর

মেঘ দেখলেই পেখম গজায় ।।


শুধুই কি আর পেখম গজায় ।

উড়তে শেখায় - ঝাপট ডানায়

একটু আধটু ভেজার নেশায়

যোগফল বাড়ে ঋণের খাতায় ।।


তবে সবটাই কি কেবল যোগ ।

আছে ভোগ - আছে বিয়োগ

হাতের এক জুড়তে গিয়ে

দু ঘর বাড়ে ভোলার রোগ ।।


দুই ও কবে তিন হয়ে যায় ।

চলতে শেখায় - বলতে বলায়

আবার সেই দিনের শেষে 

বিকেলে এলে তোকেই ভাবায় ।।


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...