জলছবি
আমি খুঁজি তোমায়
এই ধুলিকণার প্রতিটি কণায়
বাতাসে বাতাসে
শীতের আকাশে
তুমি আমায় দেখে মুখ নত করো
কথা শুরু করেই শেষ করো
অভিমান হানো..
জীবনের প্রতিটা পৃষ্ঠায় দাগ দাও,ছবি আঁকো
আবার মুছে দাও
নতুন রং দাও
জলছবি আঁকো।
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment