তারাদের কথা
আসলে এসব তারাদের কথা।
আমি যদিও শুনিনি,তবে ঝিণ্টি শুনেছে।
সে এই কদিন ধরে ছাদে অথবা স্কুলের মাঠে গিয়ে দাঁড়ায়
তারপর তারাদের কথা শুনে।
ঋতা বলছিল এসব ওর পাগলামি।
একদিন রাতে আমাকেও সে নিয়ে গেল ছাদে।
কিছু মানুষ তখনও বড় রাস্তায় চুপ করে ঘুরছে।
আসলে এরা সব খুঁটে খায়
আর সব মেনে নেয় ভাগ্যের দোষ...
ঝিণ্টি একমনে তারাদের কথা শুনছিল।
আমিও চেষ্টা করলাম কান পেতে আর মন পেতে।
সেই রাত থেকে আমরা দুজন অর্থাৎ আমি আর ঝিণ্টি
ক্রমশ মেরুদণ্ড খুঁজছি
প্রতিবাদী হব বলে,
কেননা ভাগ্যদোষ মেনে নিয়ে চুপচাপ খুঁটে খেতে
আমাদের আর ভালো লাগছে না।
No comments:
Post a Comment