অপাপ
ঘৃণা লিখিনা আর...
লিখিনা অক্ষরে অভিশাপ।
বিষাদ লিখি না আর...
লিখিনা হৃদয়ের সংহার।
ব্যথার আবহটুকু করিনা রচনা আর...
লিখিনা কষ্ট... যাতনা পদ্য।
হে প্রেম,তোমারই অমলিন কিরনে
আমি অপাপ বিদ্ধ
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment