স্নেহস্পর্শ
বেশ খানিকটা
বাগান পেরিয়ে এসেছি।
বলতে গেলে সে এক অন্ধকারাচ্ছন্ন পথ
খুঁজতে খুঁজতে
বাগানের পর বাগান ছাড়িয়ে অবরোহে
পৃথিবীর আশ্রয় পেয়েছি।
মুগ্ধতার একটা স্থায়ী বাসা,
তবুও অসম্ভব ঝড়ে সব যেন উল্টে পাল্টে যাচ্ছে।
সেসব কথা থাক...
হ্যাঁ আমি স্পর্শের কথাই বলছি।
প্রতিকূল পরিবেশেও দখিনা বাতাস
পৃথিবীর ঠোঁট ছুঁয়ে থাকে।
No comments:
Post a Comment