November 29, 2020

সুচেতা মণ্ডল

স্নেহস্পর্শ

     

বেশ খানিকটা 
বাগান পেরিয়ে এসেছি।
বলতে গেলে সে এক অন্ধকারাচ্ছন্ন পথ
খুঁজতে খুঁজতে
বাগানের পর বাগান ছাড়িয়ে অবরোহে 
পৃথিবীর আশ্রয় পেয়েছি।
মুগ্ধতার একটা স্থায়ী বাসা,
তবুও অসম্ভব ঝড়ে সব যেন উল্টে পাল্টে যাচ্ছে।
সেসব কথা থাক...

হ্যাঁ আমি স্পর্শের কথাই বলছি।
প্রতিকূল পরিবেশেও দখিনা বাতাস 
পৃথিবীর ঠোঁট ছুঁয়ে থাকে।




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...