November 29, 2020

দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী

তিনটি কবিতা 

দাম্পত্য 

ডিমফুটে পাখির বাচ্চার মত চোখ মেলেছে সকাল
বিছানার খাঁজে কিছুটা রাত্রির খোঁজ 
ন্যাওটা বালিশ আজ রোদ খাবে খুব

সপ্তাহের মুখবোজা অভিযোগের ওয়াড়

অগোছালো দিনের ফাঁকতালে কখন
ঘরে ঢুকে পড়শীর আহ্লাদী বিড়াল। 

ঘুনপোকা

 ঘুন গুড়ো জমে থাকে পালঙ্কের তলায় 
একটু একটু করে এভাবেই শেষ হচ্ছে ঠাটবাট 
ঝাঁটাও ক্ষয়রোগে দিন রাত অভিশাপ দেয়
ঝেড়ে সিটি মারছে কুকার  দু টাকায় 
এখনো ঘামের গন্ধে চুয়ানো ল্যাভেন্ডার 
দাগ দাও এখনো ঝুলছে সুদিনের ক্যালেন্ডার... 

দাঁড়াও

ভোগে যাওয়ার আগে উঠে দাঁড়াও
শিরদাঁড়ায় টরেটক্কা বাজবে দ্বিধায় 
এভাবে দাঁড়াতে বলেছে কবে কেউ? 

দাঁড়িয়ে  পড়েছো যখন হাততোলো
ঝোড়ো হাওয়ায় গাছের মতো দোলাও
দূর থেকেই চিনতে পারা ফুলের মত ফোটো।

নতুবা মিশে যাও মাটিতে, ধুয়ে যাও শিশিরে
প্রত্যেক ভোরের নিজস্ব ইতিহাস আছে
চেনাজানা পথঘাট ঢেকে দিয়েছ প্রাচীরে?




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...