নিরুপমা
একদিন কৃষ্ণচুড়াও কেঁদেছিল
রক্তের দিকে চেয়ে
যৌবনের খরস্রোত পেরিয়ে
অসময়ের কিউমুলোনিম্বাস
আমাকে আরো দূরে ঠেলে দিয়েছিলো
তোমার থেকে নিরুপমা।
ঘাসের শব্দ শুনে শুনে
আমি বার বার গেছি দরজায়
অল্প বাতাসে তোমার গন্ধ পেয়েছি
সেদিন রাতে দুজনের উষ্ণ শরীরে
রক্ত কেমন প্রয়াগের মতো উত্তাল হয়েছিল,
আমার পাশবিক ভ্রূকুটি টুকু
নিস্তেজ করে দিয়েছে তোমার পরশ
আবার ঘাসের শব্দ শুনে শুনে আমি যাই সেই দরজায়।
No comments:
Post a Comment