October 28, 2020

সম্পাদকীয়

 "মহুয়ার দেশ" উৎসব সংখ্যা প্রকাশিত হল।এই সংখ্যাটিকে সমৃদ্ধ করবে মারাঠি কবি অরুন কোলাটকারের অনুবাদ কবিতা।সাম্প্রতিক ধর্মীয় জীবনের প্রেক্ষাপটে তাঁর কবিতা গুলি বিশেষ ভাবে আলোচ্য।তাঁর স্যাটায়ার ধর্মী কবিতাগুলি অন্ধ ধর্ম বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে।"The Low Temple" কবিতায় যুক্তিবাদী এক নাগরিক এবং নিষ্ঠাবান ধ্রুপদী পুরোহিতের কথোপকথনের মধ্য দিয়ে একাধিক অনুপম চিত্রকল্পে সূক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলেছেন অন্তঃসারশূন্য ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সহজ সরল জীবনের জয়গান।অন্ধকার গর্ভগৃহে দেশলাই কাঠির আলোয় উজ্জ্বল দেবী মূর্তির হাতের সংখ্যা নির্ণয়ে মতভেদ কিংবা মন্দিরের বাইরে বেরিয়ে চারমিনার ধরিয়ে যুক্তিবাদী সেই নাগরিক দেখেন কুড়ি ফুটের কচ্ছপের ওপর ক্রীড়ারত শিশুদের অনাবিল আনন্দ। রূপকাশ্রয়ী কবি ভগবান বিষ্ণুর কূর্ম অবতারের পবিত্র বিশ্বাসের অবনমন ঘটিয়ে ঘোষণা করেছেন "The joy of human life."


"জেজুরী" কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতাই আক্রমনাত্মক,কখনও সূক্ষ্ম বক্রোক্তির চিত্ররূপময় চাদরে,কখনও কাঁটার মতো বিদ্ধ করেছে সোজাসাপটা। "মকরন্দ", "যশবন্ত রাও", "চৈতন্য" কিংবা "মনোহর" প্রভৃতি কবিতা গুলি স্বমহিমায় প্রাণবন্ত ।"যশবন্ত রাও" কবিতায় "irony" তীব্র থেকে তীব্রতর হয়েছে।

"Are you looking for a god?

I know a good one.

His name is Yeshwant Rao

and he’s one of the best.

Look him up

when you are in Jejuri next.


Of course he’s only a second class god

and his place is just outside the main temple.

Outside even of the outer wall.

As if he belonged

among the tradesmen and the lepers."

                                      "Yeshwant Rao"


 অন্যদিকে,মুম্বই শহরের কসমোপলিটন আবহে "কালা ঘোড়া" কাব্যগ্রন্থে  সুররিয়ালিস্টিক জীবনের যে খন্ডচিত্র কবি দেখিয়েছেন তাতেই কুয়াশা মোড়া কালো আচ্ছন্ন দিকগুলিকে ঘিরে ধরেছে মায়া নগরীর একটা একটা মিথ,অব্যক্ত কংক্রিটের ঘেরাটোপে উন্মুক্ত আকাশ। 


অরুণ কোলাটকার ভারতীয় ইংরেজি কবিতায় অন্য ধারার সূচনা করেন।অথচ এই কবি  বিস্মৃত প্রায়।

"মহুয়ার দেশ" উৎসব সংখ্যা কবিকে স্মরণ করে উৎসর্গ করা হল।পাঠকসমাজে কবির সম্বন্ধে সামান্য আগ্রহ সৃষ্টি করলেই আমাদের পরিশ্রম সার্থক। 

পরিশেষে জানাই,"মহুয়ার দেশ" উৎসব সংখ্যার প্রচ্ছদটি করেছেন শঙ্খ চক্রবর্তী। 


অভিষেক সৎপথী, 
সম্পাদক, 
মহুয়ার দেশ



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...