March 28, 2021

রবীন বসু

 স্মৃতির সাঁতার


কত দূরের স্মৃতি তুমি আজ

মনের দোরে দিয়েছি খিল এঁটে,

তবু কেন তোমার অলীক সাজ

আমার বুকে রয়েছে যে সেঁটে।


পিছন ফিরে তাকাতে ভয় পাই

স্মৃতি যদি চলকে ওঠে মুখ,

আমি বলি, এবার পালিয়ে যাই

যেচে কেন ডাকব শুধু দুখ।


তবু দুঃখ হেঁটে আসে ঘরে

গভীর রাতে তোমায় মনে পড়ে,

আকুল হৃদয় চাইছে পেতে কিছু

তবু হাঁটতে পারিনা তো পিছু।


এমন কষ্ট সঙ্গী আমার থাকে

প্রতিদিনের বেঁচে থাকা দায়,

ভুলেও যে যায়না ভোলা তাকে

স্মৃতি কেবল সাঁতার কেটে যায়।





1 comment:

  1. আন্তরিক ধন্যবাদ "মহুয়ার দেশ"...

    ReplyDelete

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...