অংক
সিঁড়ি ভাঙা অংকের শেষ ধাপে জোছনা লেগেছে
দেখো তোমার ছায়ায়
পাখিরা বাসা বাঁধছে... তারা উত্তর চায়
একে একে নিভে যাচ্ছে তারা
এরপর ভোর হবে জেনেও
সিঁড়ির শেষধাপে এসে উত্তর খুঁজেছেন যুধিষ্ঠিরও...
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment