March 28, 2021

সুকুমার কর

 ফাঁদ 

 

রোজ রোজ মরে যাই কোলাহল শেষে 

 এ দেহ শোকের বাড়ি চুপচাপ ভাবি 

  রাধা রাধা বলে শ্যাম বাজাও বাঁশরী 

 পেতেছি প্রেমের ফাঁদ ধরা দেবো তায় 

  কদমের ডালে দেখো শ্রাবন ঘনায় 

   শুকিয়ে পুড়িয়ে মারে রাধার চেতনা 

   বিরহের এই পথে নিত্য আনাগোনা

          

সব যুদ্ধের শেষে 

      

সব যুদ্ধের শেষে 

ভালবাসা গুছিয়ে নেয় সংসার  |

ঘোড়ার খুরের শব্দ তখন অতীত। 

উত্তরের জানালা খুলে দাও, 

বেনো জল ঢুকুক। 

অন্ধকারের গর্ভে আলোর জন্ম হলে 

বেথেলহেমের রাস্তায় যীশুর 

পদধ্বনি শোনা যায় |

মহামতি অশোক ধ্যানমগ্ন হন |





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...