দিন
সবার জন্য একটা নির্দিষ্ট দিন থাকে--
বালি খুঁড়ে খুঁড়ে জল তুলে আনার চেষ্টাতেও আসে না,
সেই নির্দিষ্ট দিনের কোন তারিখ নেই--
মাস কিংবা বার-
তোমাকে ঠায় দাঁড়িয়ে অপেক্ষাও করতে হবে না,
হঠাৎ করেই বাড়ি ফেরার পথে শুনবে-
কালো বালিতে মুড়ি ভাজার মত অনায়াস ফুটেই চলেছে
সেই নির্দিষ্ট দিন।
বিজ্ঞাপন
এখন অতি সন্তর্পনে পা রাখলেও শব্দ হয়,
চারিদিকে সারিবদ্ধ পিঁপড়ের মুখের বিপদ
পড়তে পড়তে বদলে যাচ্ছে আমাদের দিনলিপি।-
তীব্র অনিশ্চিত এক ভয়ের বিজ্ঞাপন লেপ্টে আছে
মিনিট আর ঘন্টার শরীরে-
আমরা এগিয়ে চলেছি মূক বধির বধ্যভূমির দিকে।
No comments:
Post a Comment