আর্সেনিক
তারপর দিন গুজরান, অনেকদিন, কীভাবে
যে উপত্যকায় বুনোফুলের গন্ধে মেঘের বাসরে -
ভরা গ্রীষ্মে চাতকের অন্তিম নেমেছিল ...
ঠোঁটের ফাঁক গলে দশক-শতক পেরিয়েছে
কিছু নিরুপায় চাউনির তর্জমা নুড়ি হয়ে গেছে
পর্ণমোচী হাওয়ায় কেঁপেছে সম্পর্কের সুতো
হাতের উপর হাভাতে তিল শীর্ণ, অন্ধকারাচ্ছন্ন
সেভাবে শাসন কোথায়, উধাও দৈনিক রুটিন ...
যদিও দুরাচার ছিল না, কথায় অল্প-বিস্তর আর্সেনিক
ভাঙা মাস্তুল দেখে ভেবেছিলাম পোতাশ্রয়
এগিয়ে যেতেই কোমরে স্পর্শ করে স্নাতক ক্লান্তি
স্বপ্নে সিঁড়ি বেয়ে চাঁদে ওঠার বাসনা নিরন্তর
গলা শুকিয়ে গেলে শ্রাবণপুরের রিমঝিম অনতিদূরে ...
No comments:
Post a Comment