March 28, 2021

সুব্রত চক্রবর্তী

 বেলা শেষে 

              

রাস্তার পাশে পলিথিন পেতে বুড়িটি বসেছে।

বুড়ির পাশে পা ছড়িয়ে বসে তরতাজা সব্জিগুলি।

ডানপাশে কোলের ছেলের মতো শুয়ে লকলকে পুঁই।

ছেলে বেড়ে উঠলে বউ আসে ঘরে। 

নধর কুমড়ো বামপাশে সুখী বউমার মতো, 

স্বামী সোহাগে সুখে থাকতে ফ্ল্যাট উঠে। 

কোল ঘেঁষে আদুরে নাতিটি 

নেওটা পালংশাক। 

ফ্ল্যাট থেকে নাতির হাসির শব্দ মোবাইলে আসে। 

নাতনির বিয়ের বয়স হয়।

পাকা কামরাঙ্গা তার লাজে রাঙা গাল।

ফ্ল্যাট বাড়ি আলো- সাজে। 

প্রিয় পরিবার বুড়িকে বসায় ফ্ল্যাটের পাঁচ হাত বারান্দায়। 

বুড়ি রোদবেলা নেড়েচেড়ে দেখে।

গ্রিলের ফাঁকে উঁকি মেরে সব্জির ক্ষেত খুঁজে। 

সাজানো সংসারে বেলা গড়ায়। 

দিনের শেষে ডাঁটি ভাঙা চশমার কাঁচে

চুপসানো করলার ঝুড়িতে বুড়ি নিজেকেই খুঁজে। 






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...