March 28, 2021

সাত্যকি

সোয়েটার বিলাসী গন্ধে 


পুরনো বন্ধুদের সাথে দেখা হলে আবোল তাবোল অনেক কথা হয়   

কিছু মরচে পড়া শব্দও গা ঝাড়া দিয়ে উঠে পড়ে 

ল্যাম্পপোস্টের মত আকাশের নিচে দাঁড়িয়ে যায় 

 

গায়ে গায়ে পিঠ রেখে চলে অর্ধ নিদ্রিত কথোপকথন

অদম্য উৎসাহে কালমেঘ বনের অন্ধকার থেকে উঁকি দেয় জোনাকি 

সন্ধ্যার বাতাস ঠায় বসে বারান্দার সিঁড়ি জুড়ে 

গায়ের চাদর থেকে নেমে আসে কর্পূর গন্ধ 

যাকে কোনো এক শীতের দিন খুঁজে পাওয়া গিয়েছিল 

দেরাজের ভিতর থাকা সোয়েটারের গায়ে... 








1 comment:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...