ধরিত্রী
তারপর যদি জন্ম পাই আরো একবার
যেন জন্মের সারল্য
তোর বক্ষে ঢুকে যাব
শ্বেত শুভ্র সুডৌলে চুপ করে বসে রব
স্বল্প আনত।
প্রজনন ক্ষন পার করে
তোর সকল সন্ততি
প্রথম কান্নার আলোড়নে আমাকেই তারপর
চুষে চুষে খাক...পুষ্ট হোক....
এবং মানুষের মত মানুষ হোক।
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment