March 28, 2021

সুচেতা মন্ডল

চলো ফিরে যাই


রাস্তার বাম দিকে দু নম্বর বাড়িটির  নাম দিয়েছি আদরবাসা।
দক্ষিণের বারান্দায় রোদ এসে গল্প করে,
শান্ত হয়ে বসে  থাকে ভিজে সকাল।

ছোট দুটি আসন পাতা 
বসেছি 
মুখোমুখি।
ভোরের বৃষ্টির কাছে চলো ফিরে যাই।
পাশাপাশি চলব আরও কিছুটা পথ।

শান্ত বারান্দা পড়ে আছে 
একা,
চলো আবার বেরিয়ে পড়ি।







No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...