চলো ফিরে যাই
রাস্তার বাম দিকে দু নম্বর বাড়িটির নাম দিয়েছি আদরবাসা।
দক্ষিণের বারান্দায় রোদ এসে গল্প করে,
শান্ত হয়ে বসে থাকে ভিজে সকাল।
ছোট দুটি আসন পাতা
বসেছি
মুখোমুখি।
ভোরের বৃষ্টির কাছে চলো ফিরে যাই।
পাশাপাশি চলব আরও কিছুটা পথ।
শান্ত বারান্দা পড়ে আছে
একা,
চলো আবার বেরিয়ে পড়ি।
No comments:
Post a Comment