July 31, 2021

পলাশ দাস

 নদী


জনান্তিকে মিশে থাকা কয়েকটা নাম আমার বন্ধু 

যারা জল ঠেলে পায়ে হেঁটে পার হয় নদী পথ 

পিঠে ব্যাগ মাথায় রোদ 


ছাতার কালো পিঠে অসংখ্য ছিদ্র 

কলকব্জা আর সিক বেরিয়ে আছে 

উন্মুক্ত আকাশের নিচে  


                                                     



1 comment:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...